মুভি : যদি বউ সাজো গো
কন্ঠ : এন্ড্রো কিশোর কনকচাঁপা
M/তোমার চোখ কাজল কালো
তোমার অঙ্গে রূপের আলো
তোমায় লাগছে এতো ভালো
আমার চোখ ফেরানো দায়
যদি বউ সাজো গো,
বুকে জড়াবো তোমায়
যদি বউ সাজো গো
বুকে জড়াবো তোমায়
F/আমার চোখ কাজল কালো
আমার অঙ্গে রূপের আলো
তুমি বলছো আরো বলো
আমার শুনতে যে মন চায়
যদি বউ সাজি গো
বুকে রেখো গো আমায়
যদি বউ সাজি গো
বুকে রেখো গো আমায়..
-====আপলোড"বাই:রাসেল====-
-====ID=62182763990===-
M/ঘুম ভাঙ্গিবে তোমায় চেয়ে চেয়ে
কাজে যাবো তোমার আদর পেয়ে
ফিরবো ঘরে তোমার জন্যে ভালবাসা নিয়ে..
<<
>> F/রাখবো খোপা ফুল দিয়ে বেঁধে সময় যাবে তোমারি জান সেজে মজার মজার খাবার রাখবো তোমার জন্যে রেধে চিরো জীবন.. চিরো জীবন ঠাই দিয়ো তোমার দুটি পায় M/যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমায় F/যদি বউ সাজি গো বুকে রেখো গো আমায় -====আপলোড"বাই:রাসেল====- -====ID=62182763990===- F/হাত দুটি ধরে তোমার হাতে দিনেরাতে রেখো তোমার সাথে.. গয়না শাড়ি চাইবো নাগো,সুখী নুনে ভাতে <> M/ভাগ্য বানে পায়রে এমন বধু তোমার কথা মধুর চেয়ে মধু জানিনাতো হঠাৎ কখন করলে এমন জাদু একি সুর..... একি সুর তুমি আমি প্রাণের একতারা যদি বউ সাজো গো,বুকে জড়াবো তোমায় F/যদি বউ সাজি গো,বুকে রেখো গো আমায় M/তোমার চোখ কাজল কালো তোমার অঙ্গে রূপের আলো তোমায় লাগছে এতো ভালো আমার চোখ ফেরানো দায় যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমায় যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমায় F/আমার চোখ কাজল কালো আমার অঙ্গে রূপের আলো তুমি বলছ আরো বলো আমার শুনতে যে মন চায় যদি বউ সাজি গো বুকে রেখো গো আমায় যদি বউ সাজি গো বুকে রেখো গো আমায় ধন্যবাদ