menu-iconlogo
logo

কেহই করে বেচাকেনা কেহই কান্দে - Kehoi Kore Bechakena Kehoi Kande

logo
avatar
Abdul Alimlogo
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨logo
앱에서 노래 부르기
가사
গানের কথাঃ কেহই করে বেচাকেনা কেহই কান্দে...

গানঃ মুর্শিদী,

গীতিকারঃ সৈয়দ শামসুল হক,

সুরকারঃ আলী হোসেন,

মূলশিল্পীঃ আব্দুল আলীম,

চলচ্চিত্রঃ অবাঞ্চিত (১৩/০৬/১৯৬৯ইং),

শ্রেষ্ঠাংশেঃ আজিম/সুজাতা প্রমুখ,

পরিচালকঃ কামাল আহমেদ।

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

কেহই করে বেচাকেনা কেহই কান্দে,

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর হয় যদি জরজর,

কাঁটার ঘায়ে অঙ্গ রে তোর হয় যদি জরজর,

কাঁদিস না আর বসে বসে,

কাঁদিস না আর বসে বসে,পথের ধারে,

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

কেহই করে বেচাকেনা কেহই কান্দে,

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

বিসমিল্লাহ কে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে,

দুই চোখের পানি দিয়া,যায় কি পাওয়া তারে ?

দুই চোখের পানি দিয়া,যায় কি পাওয়া তারে ?

সাথে থাকলে মন মহাজন,

সাথে থাকলে মন মহাজন,কিনা হইতে পারে ?

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

কেহই করে বেচাকেনা কেহই কান্দে,

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে,

কেহই করে বেচাকেনা কেহই কান্দে,

রাস্তায় পড়ে ধরবি যদি তারে,চল মুর্শিদের বাজারে।

কেহই করে বেচাকেনা কেহই কান্দে - Kehoi Kore Bechakena Kehoi Kande - Abdul Alim - 가사 & 커버