menu-iconlogo
logo

Prem Doriyai Eto Je Dheu

logo
가사
প্রেম-দরিয়ায় এত যে ঢেউ আগে না জানিতাম

সাঁতার দিতে আইসা রে তাই ডুবিয়া মরিলাম

প্রেম-দরিয়ায় এত যে ঢেউ

ও বন্ধু রে

প্রেমের জোয়ার ওঠে দুলে সবার নদীর কূলে কূলে গো

আমি শুধু ভাটিতে হায় উজান বাহিলাম

প্রেম-দরিয়ায় এত যে ঢেউ আগে না জানিতাম

সাঁতার দিতে আইসা রে তাই ডুবিয়া মরিলাম

ও মন রে

মান দিলাম, লাজও রে দিলাম, দিলাম চোখের পানি

বন্ধুর প্রেমে বাইন্ধা রে দিলাম আমার পরানখানি

সুধার লোভে সকল দিয়া ফিরি এখন গরল নিয়া গো

শীতল হইতে আইসা রে বন্ধু অনলে পুড়িলাম

প্রেম-দরিয়ায় এত যে ঢেউ আগে না জানিতাম

সাঁতার দিতে আইসা রে তাই ডুবিয়া মরিলাম

প্রেম-দরিয়ায় এত যে ঢেউ আগে না জানিতাম

সাঁতার দিতে আইসা রে তাই ডুবিয়া মরিলাম

Prem Doriyai Eto Je Dheu - Abdul Alim - 가사 & 커버