menu-iconlogo
huatong
huatong
avatar

চোক্ষের নজর এমনি কইরা Chokher Nojor Amni

Abdul Hadihuatong
paulwall_starhuatong
가사
기록

চোক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

By

সকল কথার মরন হইলে

হৃদয় কথা কয়

সেই কথাও চোখের কাছে নয়রে গোপন নয়

চোখের ই নাম আরশী নগর

একে একে মনের খবর

চোখের ই নাম আরশী নগর

একে একে মনের খবর

সেতো কইয়া যাবে

পোড়া চোখে দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

By

এই চক্ষুতেই রোদ্রে উঠে আবার উঠের ঝড়

এই চক্ষুই আপন করে আবার করে পর

চোক্ষে যদি কেউ না তাকায়

দুঃখ দিয়া যায় চইলা যায়

চোক্ষে যদি কেউ না তাকায়

দুঃখ দিয়া যায় চইলা যায়

সেও সইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

চোক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে

জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ও

পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে

By

Thanks

Abdul Hadi의 다른 작품

모두 보기logo

추천 내용

চোক্ষের নজর এমনি কইরা Chokher Nojor Amni - Abdul Hadi - 가사 & 커버