menu-iconlogo
huatong
huatong
avatar

আধাঁর রাতের চাঁদ যে তুমি, তুমি আমার

Adhar Rater Chad Je Tumi | তোমার মতো এতো আদরhuatong
가사
기록
তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

চলে যদি যাও কখনও রেখে যেও না

মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না

ওগো মা..ওগো মা.. ওগো মা..ওগো মা..

আঁধার রাতের চাদঁ যে তুমি, তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো

আঁধার রাতের চাদঁ যে তুমি, তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো

যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না

আর কারো কুলেতে মাগো এই প্রান জোড়ায় না

ওগো মা..ওগো মা.. ওগো মা..ওগো মা..

তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

চলে যদি যাও কখনও রেখে যেও না

মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না

ওগো মা..ওগো মা.. ওগো মা..ওগো মা..

আঁধার রাতের চাদঁ যে তুমি, তুমি ভোরের আলো

তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো

আঁধার রাতের চাদঁ যে তুমি, তুমি ভোরের আলো

যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন

আদর করে ডাকো যখন ওরে খোকা শোন

বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না

আর কারো কুলেতে মাগো এই প্রান জোড়ায় না

ওগো মা..ওগো মা.. ওগো মা..ওগো মা..

তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

তোমার মতো এতো আদর কেউ তো করে না

সবার থেকে প্রিয় তুমি,তুমি আমার মা

চলে যদি যাও কখনও রেখে যেও না

মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না

ওগো মা..ওগো মা.. ওগো মা..ওগো মা..

추천 내용