menu-iconlogo
huatong
huatong
avatar

Maa Go Chinmoyee Roop By Surajit Paul

Aditi Chakrabortyhuatong
Singer_Surajithuatong
가사
기록
শিল্পী - অদিতি চক্রবর্তী

মা.... আ… মা.... আ… মা.... আ…

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দূর্গা

মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দূর্গা

তাই গুর্গতি কাটিল না হায়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

যে মহা-শক্তির হয় না বিসর্জন

অন্তরে বাহিরে খুঁজি তারে অনুখন

যে মহা-শক্তির হয় না বিসর্জন

অন্তরে বাহিরে খুঁজি তারে অনুখন

মন্দিরে দুর্গে রহে না সে বন্দী

মন্দিরে দুর্গে রহে না সে বন্দী

সেই দুর্গারে দেশ চায়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

আমাদের দ্বিভুজে দশভুজা-শক্তি

দে পরম ব্রহ্মময়ী

আমাদের দ্বিভুজে দশভুজা-শক্তি

দে পরম ব্রহ্মময়ী

শক্তিপূজার ফল ভক্তি কি পাব শুধু

হব না কি বিশ্বজয়ী

এই পূজা-বিলাস সংহার কর গো মা

এই পূজা-বিলাস সংহার কর গো মা

যদি পুত্র শক্তি নাহি পায়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দূর্গা

তাই গুর্গতি কাটিল না হায়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়

Aditi Chakraborty의 다른 작품

모두 보기logo

추천 내용