menu-iconlogo
huatong
huatong
avatar

Ore Beyman Maya

aktarhuatong
2662f7d5e6huatong
가사
기록
আমি নেশা করতাম না

আগে নেশা করতাম না..

একটা বেইমান মেয়ের জন্য

হইলো নেশায় ঠিকানা..

আমি নেশা করতাম না

আগে নেশা করতাম না..

একটা বেইমান মেয়ের জন্য

এখন নেশায় ঠিকানা..

ওরে বেইমান মাইয়া...

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া..

ওরে বেইমান মাইয়া

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া...

আজ তিলে তিলে যাচ্ছে পুড়ে

ভেতরটা আমার

দেখলিনারে পাষাণী তুই

হইয়া গেলি কার

আজ তিলে তিলে যাচ্ছে পুড়ে

ভেতরটা আমার

দেখলিনারে পাষাণী তুই

হইয়া গেলি কার

ওরে বেইমান মাইয়া

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া

ওরে বেইমান মাইয়া

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া

ওরে কাদবোনা আর বন্ধু আমি

এইতো আছি বেস

নিকোটিনে পুড়ে পুড়ে

হয়ে যাবো শেষ

ওরে কাদবোনা আর বন্ধু আমি

এইতো আছি বেস

নিকোটিনে পুড়ে পুড়ে

হয়ে যাবো শেষ

ওরে বেইমান মাইয়া

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া

ওরে বেইমান মাইয়া

হাতে নেশা ধরাইয়া

কার বুকেতে মাথা রাইখা আছিস ঘুমাইয়া

aktar의 다른 작품

모두 보기logo

추천 내용

Ore Beyman Maya - aktar - 가사 & 커버