menu-iconlogo
huatong
huatong
avatar

ওরে ও কিশোরী বাজাবো বাসরি শিল্পী নাসির

AlAminhuatong
🦋Md.Al-amin🦋⚔⃟🇧🇩huatong
가사
기록
গানঃ ওরে ও কিশোরী বাজাবো বাসরি

শিল্পীঃ নাসির

**আপলোড বাই আল-আমিন**

ওরে ও কিশোরী বাজাবো বাসরি

ওরে ও কিশোরী বাজাবো বাসরি

একেলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

ওরে ও কিশোরী বাজাবো বাসরি

একেলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

**আপলোড বাই আল-আমিন**

নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো রুপের আলো মেখে

নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো রুপের আলো মেখে

মনের মাঝে প্রেমের নদী

মনের মাঝে প্রেমের নদী

উছলায় উছলায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

**আপলোড বাই আল-আমিন**

নিঝুম রাতে চাঁদের আলো ভীষন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে প্রেমের অনুরাগে

নিঝুম রাতে চাঁদের আলো ভীষন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে প্রেমের অনুরাগে

অভিসারে মিলবো সুখের অভিসারে মিলবো সুখের

মোহনায় মোহনায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

ওরে ও কিশোরী বাজাবো বাসরি

একেলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

ওরে ও কিশোরী বাজাবো বাসরি

একেলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়

*ধন্যবাদ*

AlAmin의 다른 작품

모두 보기logo

추천 내용