menu-iconlogo
huatong
huatong
avatar

Maago Tomar Sone Koto Jhogra Korechi

ÁLIhuatong
kittymao9huatong
가사
기록
মাগো তোমার সনে কত ঝগড়া করেছি..

মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি..

এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে

মাগো পাইনা তোমার দেখা এভুবনে

মাগো পাইনা তোমার দেখা দু'নয়নে

মাগো তোমার সনে কত ঝগড়া করেছি

মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি

এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে

মাগো পাইনা তোমার দেখা এভুবনে

মাগো পাইনা তোমার দেখা দু'নয়নে

কখনো তুমি করতে শাসন

কখনো আদর সোহা...গ

তোমার শাসন দেখে মনে হত

সবকিছু করে দিই ত্যাগ

কখনো তুমি করতে শাসন

কখনো আদর সোহা...গ

তোমার শাসন দেখে মনে হতো

সবকিছু করে দিই ত্যাগ

বুঝিনি আগে... অবুঝ ছিলাম

মাগো বুঝিনি আগে... অবুঝ ছিলাম

সবই বুঝিলাম এতদিনে মাগো

পাইনা তোমার দেখা এভুবনে

মাগো পাইনা তোমার দেখা দু'নয়নে

--FAMILY.SMW--

মা তুমি নেই... এই ধরাতে

কেমনে থাকব বলো....

বলবে কে মা... আয় খোকা আয়

ঘুমাবার সময় হলো...

মা তুমি নেই... এই ধরাতে

কেমনে থাকব বলো...

বলবে কে মা... আয় খোকা আয়

ঘুমাবার সময় হলো...

তোমার কথা...মনে হলে

মাগো তোমার কথা... মনে হলে

অশ্রু ঝরে দুই চোখের কোনে মাগো

পাইনা তোমার দেখা এভুবনে

মাগো পাইনা তোমার দেখা দু'নয়নে...

ÁLI의 다른 작품

모두 보기logo

추천 내용