menu-iconlogo
huatong
huatong
avatar

jao jani na

anandohuatong
13379063146huatong
가사
기록
যাও জানি না, কিছু জানি না

মন কি খোঁজে তবু কেন বোঝে না,

কেন হাসি গান সুখ আর সয় না

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে

বসে থাকি জানি না।। ​

সময় তো আর থেমে নেই

মনের কথা মনে তেই,

গোপনে স্বপনে কল্পনায়

তুমি রবে।

ও.. কেন হাসি গান সুখ আর সয় না

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে

বসে থাকি জানি না।।

তোমার চোখের ইশারায়

কি যেন আমায় বলতে চায়,

কি মায়ার বাঁধনে,

বেঁধেছো কখন কে জানে।

কেন হাসি গান সুখ আর সয় না

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে

বসে থাকি জানি না।

যাও জানি না, কিছু জানি না

মন কি খোঁজে তবু কেন বোঝে না,

কেন হাসি গান সুখ আর সয় না

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে

বসে থাকি জানি না।।

anando의 다른 작품

모두 보기logo

추천 내용