menu-iconlogo
huatong
huatong
avatar

অন্তর পুইড়া কালা (Antor Puira Kala)

Andrew Kishore/Atif Ahmed Niloy/Aaysha Eira/Raqibul Hasan RaNahuatong
nct16fanhuatong
가사
기록
আমার অন্তর পুড়ে হইলো কালা, দেখেও দেখলি না

আমার কী সুখে যায় দিন-রজনী, বুঝেও বুঝলি না

আমার অন্তর পুড়ে হইলো কালা, দেখেও দেখলি না

আমার কী সুখে যায় দিন-রজনী, বুঝেও বুঝলি না

তোকে ছাড়া একলা ঘরে থাকতে পারি না রে

বন্ধু, তোরে ছাড়া একলা আমি থাকতে পারি না

আমার অন্তর পুড়ে হইলো কালা, দেখেও দেখলি না

আমারে ভুলিয়া বন্ধু কী সুখ তুমি পাও?

যত খুশি ব্যথা দিয়ে আমাকে পোড়াও

আমারে ভুলিয়া বন্ধু কী সুখ তুমি পাও?

যত পারো ব্যথা দিয়ে আমাকে পোড়াও

সরল মনে ব্যথা দিয়ে খেলছো নিঠুল খেলা

তোরে ছাড়া একলা আমি থাকতে পারি না রে

বন্ধু, তোরে ছাড়া একলা ঘরে থাকতে পারি না

আমার অন্তর পুড়ে হইলো কালা, দেখেও দেখলি না

আমি তোমায় বাসি ভালো, তুমি বাসো ভিন্ন

মন কান্দে তোমার লাগি, বুকটা লাগে শূন্য

আমি তোমায় বাসি ভালো, তুমি বাসো ভিন্ন

মন কান্দে তোমার লাগি, বুকটা লাগে শূন্য

সরল প্রাণে ব্যথা দিয়ে খেলছো নিঠুল খেলা

তোরে ছাড়া একলা ঘরে থাকতে পারি না রে

বন্ধু, তোরে ছাড়া একলা ঘরে থাকতে পারি না

আমার অন্তর পুড়ে হইলো কালা, দেখেও দেখলি না

আমার কী সুখে যায় দিন-রজনী, বুঝেও বুঝলি না

তোরে ছাড়া একলা ঘরে থাকতে পারি না রে

বন্ধু, তোরে ছাড়া একলা ঘরে থাকতে পারি না রে

বন্ধু, তোরে ছাড়া একলা আমি বাঁচতে পারি না

Andrew Kishore/Atif Ahmed Niloy/Aaysha Eira/Raqibul Hasan RaNa의 다른 작품

모두 보기logo

추천 내용

অন্তর পুইড়া কালা (Antor Puira Kala) - Andrew Kishore/Atif Ahmed Niloy/Aaysha Eira/Raqibul Hasan RaNa - 가사 & 커버