menu-iconlogo
huatong
huatong
avatar

এসো এমনই প্রেম করি Eso Emone Prem Kori

Andrew Kishore/Kanak Chapahuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
가사
기록
কথাঃ এসো এমনি প্রেম করি

শিল্পীঃ এন্ডু কিশোর ও কনক চাঁপা

সিনেমাঃ বউ শাশুড়ির যুদ্ধ

===============

মেয়েঃ এসো এমনি প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

ছেলেঃ এসো এমনি প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

মেয়েঃ ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

<><><><><><><><>

ZML Interactive

===============

মেয়েঃ ওই ঠোঁটেতে ফুলের হাঁসি...

আর মনেতে বাঁজাও বাঁশি..

ছেলেঃ ওই ঠোঁটেতে ফুলের হাঁসি...

আর মনেতে বাঁজাও বাঁশি..

মেয়েঃ গেয়ে চলো ভালবাসার গান...

যেমন করে গান গায় যে পাঁখি...

ছেলে/মেয়েঃ যেমন করে গান গায় যে পাঁখি..

ছেলেঃ ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

<><><><><><><><>

ZML Interactive

===============

মেয়েঃ সেই জীবনটা জীবন'ই হয়...

শুধু প্রেমেতে যে ডুবে রয়..

ছেলেঃ সেই জীবনটা জীবন'ই হয়...

শুধু প্রেমেতে যে ডুবে রয়..

মেয়েঃ আসে স্বর্গ মাটিতে নেমে...

যখন হৃদয়ে হৃদয় রাখি...

ছেলে/মেয়েঃ যখন হৃদয়ে হৃদয় রাখি...

মেয়েঃ এসো এমনি প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

ছেলেঃ এসো এমনি প্রেম করি....

যেন মরে গিয়েও বেঁচে থাকি..

যেন মরে গিয়েও বেঁচে থাকি

মেয়েঃ ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

ছেলেঃ ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

ছেলে/মেয়েঃ ভালবাসি,ভালবাসি,ভালবাসি তোমাকে

====ধন্যবাদ====

Andrew Kishore/Kanak Chapa의 다른 작품

모두 보기logo

추천 내용

এসো এমনই প্রেম করি Eso Emone Prem Kori - Andrew Kishore/Kanak Chapa - 가사 & 커버