menu-iconlogo
logo

তুমি মোর জীবনের ভাবনা

logo
가사
Singer 01 Female

Singer 02 Male

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা

গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ আনন্দ অশ্রু

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

:;;;;;;;;;

দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাঁচায় এই বুক

সারা জীবন নয়ন যেন

দেখে তোমার এই মুখ

কন্ঠে আমার দাও পরিয়ে

সোহাগের মিলন মালা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা..

:;:;

ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কুল

পাগল তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল

প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাঁটারও জ্বালা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ে সুখের দোলা

আ আ আ আ

হুম হুম হুম হুম

আ আ আ আ

হুম হুম হুম হুম

thank you