menu-iconlogo
huatong
huatong
avatar

এই দিন সেই দিন কোন দিন Ei din Shei Din konodin (Remix Ver.)

Andrew Kishore/Sabina Yeasminhuatong
가사
기록
এই দিন সেই দিন কোন দিন

তোমায় ভুলবোনা..

চলতে চলতে পাবো দুজন

সপ্নের ঠিকানা...

এই দিন সেই দিন কোন দিন

তোমায় ভুলবোনা..

চলতে চলতে পাবো দুজন

সপ্নের ঠিকানা...

কলি কখন ফুল হল

কলি জানেনা, কলি জানেনা

মনে কখন প্রেম এলো

মনতো জানেনা, মনতো জানেনা

বলতে বলতে হল নতুন

গল্পের সুচনা...

এই দিন সেই দিন কোন দিন

তোমায় ভুলবোনা...

চলতে চলতে পাবো দুজন

সপ্নের ঠিকানা...

কাছে পেলে সুখ লাগে

আগে ভাবিনি, আগে ভাবিনি

ছোঁয়া দিলে ঢেউ জাগে

আগে বুঝিনি, আগে বুঝিনি

ভাবতে ভাবতে গেলো আমার

সকল ভাবোনা...

এই দিন সেই দিন কোন দিন

তোমায় ভুলবোনা..

চলতে চলতে পাবো দুজন

সপ্নের ঠিকানা...

হুম হুম হুম হুম

Andrew Kishore/Sabina Yeasmin의 다른 작품

모두 보기logo

추천 내용