দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
==লালন গীতি==
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
বহুদিন ভাব তরঙ্গে
ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশোনা
তারে আমার আমার মনে করি
আমার হয়ে আর হইল না
আমার আমার মনে করি
আমার হয়ে আর হইল না
দেখেছি
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
সে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগলে হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে
ফিরিতেছি পাগলে হয়ে
মরমে জ্বলছে আগুন
আর নিভেনা
আমায় বলে বলুক লোকে মন্দ
বিরহে তাঁরপ্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ
বিরহে তাঁর প্রাণ বাঁচে না
দেখেছি
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে
পথিক কয় ভেবো নারে
ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা
ধরতে পেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা
দেখেছি
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে
মনের মানুষ কাঁচা সোনা
==যবনিকা==