স্বপ্নে মরা রঙীন পথে
নাম নাজানা ঠিকানা
আলতো করে সাত সুরে
তোর হাতটা ছোঁয়ার বাহানা
মন রেখেছি তোর আঁচলে
আলগা সুতো নিছক ভুল
ঝড়ের ভীষণ দমকা হাওয়াও
স্থির রেখেছে গভীর মূল
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই
তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা
তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা
বইবে মনে প্রেমের নদী
কান্না হাসির চাদরে
রাখবি বুকে তুই আমাকে
আলগা হাসির আদরে
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই