menu-iconlogo
logo

Khelicho E Bishwo Loye

logo
가사
খেলিছো এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

নিরজনে প্রভু নিরজনে খেলিছো

এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

শূণ্যে মহা আকাশে

তুমি মগ্ন লীলা বিলাসে..

শূণ্যে মহা আকাশে

তুমি মগ্ন লীলা বিলাসে

ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে

নিরজনে প্রভু নিরজনে খেলিছো

এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

তারকা রবি শশী খেলনা তব হে উদাসী

পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি

তারকা রবি শশী খেলনা তব হে উদাসী

পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি...

নিত্য তুমি হে উদার

সুখে-দুখে অবিকার

নিত্য তুমি হে উদার

সুখে-দুখে অবিকার

হাসিছো খেলিছো তুমি আপন সনে

নিরজনে প্রভু নিরজনে খেলিছো

এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

নিরজনে প্রভু নিরজনে খেলিছো

এ বিশ্ব লয়ে

বিরাট শিশু আনমনে খেলিছো

Khelicho E Bishwo Loye - Anup Jalota - 가사 & 커버