menu-iconlogo
huatong
huatong
anupam-roy-beche-thakar-gaan-cover-image

Beche Thakar Gaan

Anupam Royhuatong
msfirebunny602huatong
가사
기록
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি

কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে

হয়রানি , হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে,

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবোনা

যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি

জেনো আমি বেচতে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি

কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে

হয়রানি , হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে,

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

Anupam Roy의 다른 작품

모두 보기logo

추천 내용