menu-iconlogo
logo

Maya Lagaise উড়ো মেঘ

logo
avatar
APONlogo
🌸≛⃝উড়ো💔মেঘ🌿🌸logo
앱에서 노래 부르기
가사
গান:-মায়া লাগাইছে রে

মিউজিক কপি করবেন না

=========Music=========

মায়া লাগাইছে রে.....

সখি পাগল বানাইছে...

=====Music======

আসুন স্মুলেরর পরিবেশ সুন্দর রাখি

=====Music=======

মন মজাইয়া সখি আমার

রইলিরে কোন দুরে

পাইনারে তোরে খুজে রে

হায় সারা শহর ঘুরে

মন মজাইয়া সখি আমার

রইলিরে কোন দুরে

পাইনারে তোরে খুজে রে

হায় সারা শহর ঘুরে

এমন কেন করলি..

কার মায়াই তে পড়লি

এমন কেন করলি

কার মায়াই তে পড়লি

তোরে আমি ভুলবো কি করে...

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

========Music=======

নতুন নতুন গান নিতে আমাকে

ফলো দিয়ে আক্টিভ থাকুন

কপি করা থেকে বিরত থাকুন

========Music========

ও..দেখাইলি থাকতে পারে সারা জনম ভর..

কোনবা সুখের লাইগারে তুই হইয়া গেলি পড়

=======Music========

এত পাগল হইছি মনে লয়না কারিঘর

বড়ই নষ্ট হইছিরে আমি প্রেমে পইরা তোর

তুই নিষ্টুর ও পাষাণ কেন করলি অভিমান

তুই নিষ্টুর ও পাষাণ কেন করলি অভিমান

এই জনমে ভুলবোনা তো.......

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

=======Music=======

কপি করা থেকে বিরত থাকি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

=======Music========

পাখি যখন হয়রে নিঝুম ঘুমযে একা ছাড়ে

তোর দেওয়া শত ব্যাথা বুকে চেপে রাখে

=======Music======

এত ব্যাথা দিবি আমায় আগে তো না জানি

নিজের ভুলে ঝরছে সখি দু নয়নে পড়ে

তোর মনে ছিলো ছল তা সত্যি কিনা বল

তোর মনে ছিলো ছল তা সত্যি কিনা বল

এই জীবনটা সাজাইছি তোরে.....

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

মন মজাইয়া সখি আমার রইলি কোন দুরে

পাইনা তোরে খুজে বেরাই হায় সারা শহর ঘুরে

মন মজাইয়া সখি আমার রইলি কোন দুরে

পাইনা তোরে খুজে বেরাই হায় সারা শহর ঘুরে

তুই এমন কেস করলি কার মায়াই যে পরলি

এমন কেন করলি কার মায়া তে পড়লি

তোরে আমি ভুলবো কি করে....

মায়া লাগাইছে সখি মায়া লাগাইছে

মামা লাগাইছে সখি মায়া লাগাইছে

মায়া লাগাইছে......মায়া লাগাইছে

======সমাপ্ত========

Maya Lagaise উড়ো মেঘ - APON - 가사 & 커버