menu-iconlogo
huatong
huatong
avatar

Vai Bon

aqsa abdul haqhuatong
💞𝑵𝒊𝒉𝑨𝒔💃𝒀𝑶★𝒀𝑶💃🇧🇩.huatong
가사
기록
আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন।

আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন।

ভাইয়া তুমি অনেক ভালো থেক

আপু তুমি আমায় আদরে রেখ

ভাইয়া তুমি অনেক ভালো থেক

আপু তুমি আমায় আদরে রেখ

ভাইয়া তুমি নয়ন মণি তুমি আমার আশা

তোমার জন্য আদর সোহাগ মিষ্টি ভালোবাসা

আপু তুমি আমলে হও মা ফাতিমার মত

দ্বীনের পথে আলো ছড়াও শিক্ষায় অবিরত

পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রতন

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন

ভাইয়া তুমি অনেক ভালো থেক

আপু তুমি আমায় আদরে রেখ

ভাইয়া তুমি অনেক ভালো থেক

আপু তুমি আমায় আদরে রেখ

পড়া শোনা শিখে তুমি আলেম হও নামি

ইবনে সিনার মত হও অনেক বড় জ্ঞানী

আপু তুমি এই ভুবনে সদা ভাল থাকো

আপন কাজের গুনে আগামীটা আঁকো

বাবা মাকে করবো নাকো কভু জ্বালাতন।

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন

আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন

আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়

সুখে দুখে মিলে মিশে থাকবো আজীবন

ভাইয়া তুমি অনেক ভাল থেক

আপু তুমি আমায় আদরে রেখ

ভাইয়া তুমি অনেক ভাল থেক

আপু তুমি আমায় আদরে রেখ

আপু তুমি আমায় আদরে রেখ

আপু তুমি আমায় আদরে রেখ

aqsa abdul haq의 다른 작품

모두 보기logo

추천 내용