menu-iconlogo
logo

মনের একলা ঘরে Moner Ekla Ghore

logo
가사
মন রাখো পাজরে

সীমাহীন আদরে

চোখ রাখো গভীরে

ভালবাসার নজরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

চোখেরেই ।। জোছনা দিয়ে

সরাও যতো আঁধার

ভাসিয়ে দূরের মেঘ

নিয়ে যাও ইচ্ছে তোমার

চোখেরেই ।। জোছনা দিয়ে

সরাও যতো আঁধার

ভাসিয়ে দূরের মেঘ

নিয়ে যাও ইচ্ছে তোমার

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

বুকেরেই ছাওনি দিয়ে

রাখবো মনের ভেতর

যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর

বুকেরেই ছাওনি দিয়ে

রাখবো মনের ভেতর

যেওনা দুরে চলে কাদিয়ে আমায় অঝর

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

যতনে রাখিব জড়িয়ে থাকিব

সারা জনম ধরে

মনের একলা ঘরে Moner Ekla Ghore - Arefin Rumey - 가사 & 커버