menu-iconlogo
huatong
huatong
avatar

Ke Tui Bol

Arijitsingh/🥷Mr Sameer🥷🇮🇳huatong
🥷Mr>Sameer🥷🇮🇳huatong
가사
기록
মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালো বাসতে আয়

Upld Mr Sameer

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালো বাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হবো

দু হাতে প্রেম কুড়বো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে আমার কপালে জোটে

দারুন খুশীর দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

Upld Mr Sameer

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই

এলাম কাছে তোর

উড়তে বসে তুই তাকালে

মনেরই শহর

একটু দূরেই ডাকছে জীবন

যাচ্ছি চলে তাই

ভাবছি তোকে আঁকছি কতো

রং বাহানায়

যদি মনে ধরে

আমায় সঙ্গে করে

মেঘের মরুকে চল

তোর কথা ওঠে আমার কপালে জোটে

দারুন খুশীর দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

Upld Mr Sameer

তোর আঁচলের গন্ধে আছে

চিনতে পারার সুখ

টানলে কাছে লজ্জাতে তোর

নেমেছে চিবুক

কল্পনাদের আশকারা দিই

ইচ্ছে গাছে জল

অল্প আলোর অল্প ছায়ায়

গল্পঃ আমায় বল

আমি যেতে পারি হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে আমার কপালে জোটে

দারুন খুশীর দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে না রে

এবার ভালো বাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হবো

দু হাতে প্রেম কুড়বো

আমাকে চুপটি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা ওঠে আমার কপালে জোটে

দারুন খুশীর দল

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল?

কে তুই বল..?

Arijitsingh/🥷Mr Sameer🥷🇮🇳의 다른 작품

모두 보기logo

추천 내용