তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা
তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙা, তুমি কার আঙ্গিনা
তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা
তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙা তুমি কার আঙ্গিনা
আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস
নেশা হাসায় নেশা কাঁদায় নেই আমি আমার
রোজ বিকেলের মত তোমায় আর তো দেখি না
আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না