ছেলেঃ পারিনি ভুলতে তোকে।
পারিনি এ মন ফেরাতে।
শূন্য এ হৃদয় আমার।
চায় তোর মাঝে হারাতে।
ভুল করে একবার, বল না তুই আমার
ভুল করে একবার, বল না তুই আমার
মন চায় শুধু শুনতে...।
মেয়েঃ পারিনি ভুলতে তোকে।
পারিনি এ মন ফেরাতে।
ছেলেঃ আলো নেই, ডুবে আছি অন্ধকারে।
তোর স্মৃতি, শুধু মনে পড়ে।
ভালো নেই, তোকে ছাড়া একটি দিনও
অশ্রু জল, চোখে ঝরে।
আলো নেই, ডুবে আছি অন্ধকারে।
তোর স্মৃতি, শুধু মনে পড়ে।
ভালো নেই, তোকে ছাড়া একটি দিনও
অশ্রু জল, চোখে ঝরে
ছেলেঃ ভুল করে একবার, বল না তুই আমার।
ভুল করে একবার, বল না তুই আমার।
মন চায় শুধু শুনতে....।
পারিনি ভুলতে তোকে।
পারিনি এ মন ফেরাতে।
দিনগুলো, কেটে যায় একলা আমার।
তুই ছাড়া, মনটা কেঁদে মরে।
ভুলগুলো, যা ছিলো শুধরে নেবো।
ফিরে আয়, আয়না ফিরে।
দিনগুলো, কেটে যায় একলা আমার।
তুই ছাড়া, মনটা কেঁদে মরে।
ভুলগুলো, যা ছিলো শুধরে নেবো।
ফিরে আয়, আয়না ফিরে।
ভুল করে একবার, বল না তুই আমার
ভুল করে একবার, বল না তুই আমার
মন চায় শুধু শুনতে...।
পারিনি ভুলতে তোকে।
পারিনি এ মন ফেরাতে।
শূন্য এ হৃদয় আমার।
চায় তোর মাঝে হারাতে।
ভুল করে একবার, বল না তুই আমার
ভুল করে একবার, বল না তুই আমার
মন চায় শুধু শুনতে...।
পারিনি ভুলতে তোকে।
পারিনি এ মন ফেরাতে।