menu-iconlogo
logo

Jeno Tomari Kache

logo
가사
পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে

এসো, মনের কুল কিনারে না হয় বেড়াতে

পারে, মন খারাপই পারে তোমায় ফেরাতে

এসো, মনের কুল কিনারে না হয় বেড়াতে

মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন

মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

আজ না হয় কথা থাক

লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন

আজ শুধুই বলে যাক

চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম

মন বলে, "তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই"

মোম গলানো সন্ধ্যে বার বার থাকছি ছুঁয়ে তাই

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

দাও আমায় বলে কোন

গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ

নাও আমার ভিজে মন

সাড়িয়ে নিতে যদি পারো যত না বিশেষ

মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন

মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

যেন তোমারই কাছে

জমে অভিমান আছে

Jeno Tomari Kache - Ash King - 가사 & 커버