menu-iconlogo
huatong
huatong
avatar

HQ Amra Shudhu Dujon Dujonar

Ayub Bachchu/Doly Shayantonihuatong
morrismac85huatong
가사
기록
Song: Amra Sudhu Dujon Dujonar

Singer: Ayub Bachchu Doly Shayantoni

১ মেয়ে কণ্ঠ

২ ছেলে কণ্ঠ

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার..

আমরা শুধু দুজন দুজনার ও ও ও..

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার..

আমরা শুধু দুজন দুজনার এ এ এ

বুকেরি মাঝে গোপনে

মনটা থাকে যেখানে

লিখে দিলাম সেখানে, তুমি আমার...

তোমারি বুকে গোপনে

মনটা আছে যেখানে

আছি শুধু সেইখানে, আমি তোমার ইয়ে এ এ

আমরা শুধু দুজন দুজনার

ও আমরা শুধু দুজন দুজনার ও ও ও..

তোমারি চোখে তাকালে

দুঃখগুলো যাই ভুলে

যেওনা চোখের আড়ালে, তুমি আমার...

আমারি চোখে তাকালে

দুঃখ যদি যাও ভুলে

যাব না চোখের আড়ালে, আমি তোমার...

জন্ম থেকে ওই মৃত্যু যদি এক জীবন হয়

ও সেই জীবনে আমি তোমাকে চাই আর কিছু নয়

আমরা শুধু দুজন দুজনার

আমরা শুধু দুজন দুজনার ওওও

ও আমরা শুধু দুজন দুজনার

আমরা শুধু দুজন দুজনার ইয়ে এ এ

Ayub Bachchu/Doly Shayantoni의 다른 작품

모두 보기logo

추천 내용

HQ Amra Shudhu Dujon Dujonar - Ayub Bachchu/Doly Shayantoni - 가사 & 커버