menu-iconlogo
huatong
huatong
avatar

Mon mojale ore baula gan (Remix)

Bangla Folk songhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
가사
기록
যা দিয়েছো তুমি আমায়

যা দিয়েছো তুমি আমায়

কি দেব তার প্রতিদান

মন মজালে ওরে বাউলা গান

আমার

মন মজালে ওরে বাউলা গান

Uploaded by Shydur Rahman

অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা

তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা

অন্তরে আসিয়া যখন দিলা তুমি ইশারা

তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা

মন মানেনা তোমায় ছাড়া

মন মানেনা তোমায় ছাড়া

তোমাতে সঁপেছি প্রাণ

মন মজালে ওরে বাউলা গান

আমার

মন মজালে ওরে বাউলা গান

Uploaded by Shydur Rahman

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী

মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী

মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী

এস্কে দিল-দরিয়ার পানি

এস্কে দিল-দরিয়ার পানি

ভাটি ছেড়ে বয় উজান

মন মজালে ওরে বাউলা গান

আমার

মন মজালে ওরে বাউলা গান

যা দিয়েছো তুমি আমায়

যা দিয়েছো তুমি আমায়

কি দেব তার প্রতিদান

মন মজালে ওরে বাউলা গান

আমার

মন মজালে ওরে বাউলা গান

Uploaded by Shydur Rahman

Bangla Folk song의 다른 작품

모두 보기logo

추천 내용