menu-iconlogo
huatong
huatong
avatar

নবী মোর পরশ মনি Nobi Mor Porosh Moni

Bangla Islamic Gazalhuatong
가사
기록
বিসমিল্লাহির রাহমানির রাহিম

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি.

নবী নাম জপে যেইজন

সেইতো দোজাহানের ধনী..

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেইজন

সেইতো দোজাহানের ধনী..

নবী মোর পরশ মনি

সে নামে মধু মাখা

সে নামে যাদু রাখা..

সে নামে মধু মাখা

সে নামে যাদু রাখা..

সে নামে মজনু হইলো

মাওলা আমার কাদের গনি..

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন

সেইতো দোজাহানের ধনী.

নবী মোর পরশ মনি

নবী মোর নূরে খোদা

তার তরে সকল পয়দা

আদমের কলবেতে তারই নূরের রওশানী..

নবী মোর নূরে খোদা

তার তরে সকল পয়দা..

আদমের কলবেতে তারই নূরের রওশানী..

ওই নামে সুর ধরিয়া..পাখি যায় গান করিয়া..

ওই নামে সুর ধরিয়া..পাখি যায় গান করিয়া..

ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি..

নবী নাম জপে যেজন

সেইতো দোজাহানের ধনী..

নবী মোর পরশ মনি

চাঁদ সূর্য গ্রহ তারা

তারই নুরের ইশারা..

নইলে যে অন্ধকারে

ডুবিত এই ধরণী..

চাঁদ সূর্য গ্রহ তারা

তারই নুরের ইশারা..

নইলে যে অন্ধকারে

ডুবিত এই ধরণী..

নিদানে আখে রাতে

তরাইতে ফুল ছিড়াতে..

নিদানে আখে রাতে

তরাইতে ফুল ছিড়াতে..

কান্ডারি হইয়া নবী

কান্ডারি হইয়া নবী

পার করিবে সেই তরনি..

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি..

নবী নাম জপে যেজন

সেইতো দোজাহানের ধনী।

নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি

নবী নাম জপে যেজন

সেইতো দোজাহানের ধনী।

নবী মোর পরশ মনি..

Bangla Islamic Gazal의 다른 작품

모두 보기logo

추천 내용