
Jiboner Eto Gulo Din
জীবনের এতো গুলো দিন
কেটে গেলো একা একা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
জীবনের এতো গুলো দিন
কেটে গেলো একা একা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
পৃথিবীতে ভালোবাস বার
সময় যে অল্প ভারী
শুধু শুধু এতোটা সময়
হারালো যে দোষে তোমারি
আগে এলে তোমাকে নিয়ে
হতো আরো গল্প লিখা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
জীবনের এতো গুলো দিন
কেটে গেলো একা একা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
জীবন যে কতো দিনের
সে কই দিন ভালবেসে যাও
দু,জনাতে হও একাকার
সাগরের স্রোতে ভেসে যাও
একে রঙে হকনা রঙিন
দু,জনারি সপনো রেখা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
জীবনের এতো গুলো দিন
কেটে গেলো একা একা
তুমি কেন আগে আসোনি
আগে কেন দাওনি দেখা
Jiboner Eto Gulo Din - Bappi Lahiri/S. Janaki - 가사 & 커버