menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui--cover-image

দূরে কোথাও আছি বসে

Bari Siddiquihuatong
skaterboi375huatong
가사
기록
দূরে কোথাও আছি বসে

Asab Uddin Asa

দূরে কোথাও আছি বসে

হাত দুটু দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দোয়ার

দু চোখ নিরবাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝড়ায়

এই মনের আহলাধ আসনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটু দাও বারিয়ে

বিরহ ছুতে চায় মনের দোয়ার

দু চোখ নিরবাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদ ও আজ

এ লগনে ও এলেনা

অনুভাব নিসচুপ আজ

কথা যে বলে না

ভালো যদি বাসো, তুমি আমাকে

ছুটে চলে আসো না...

দূরে কোথাও আছি বসে

হাত দুটু দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দোয়ার

দু চোখ নিরবাক আসোনা ছুটে

নিলা চাঁদ নিরমল হাওয়া...

এ লগনেও এলেনা ...

অচেতন থাকে..মন

নিস প্রন যতো ভাবনা...

ভালো যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসো না ...

দূরে কোথাও আছি বসে

হাত দুটু দাও বাড়িয়ে

বিরহ ছুতে চায় মনের দোয়ার

দু চোখ নিরবাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ডেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝড়ায়

এই মনের আহলাধ আসনা ছুটে

দূরে কোথাও আছি বসে

হাত দুটু দাও বারিয়ে

বিরহ ছুতে চায় মনের দোয়ার

দু চোখ নিরবাক আসোনা ছুটে

Thanks all

Bari Siddiqui의 다른 작품

모두 보기logo

추천 내용