menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-pubali-batase-cover-image

Pubali Batase পূবালী বাতাসে

Bari Siddiquihuatong
patrickcross2huatong
가사
기록
গান ।। আষাঢ় মাইস্যা ভাসা পানি রে

কথা ও সুর ।। উকিল মুন্সী

ট্র্যাক শিল্পী ।। বারী সিদ্দিকী

ছায়াছবি ।। শ্রাবন মেঘের দিন

পূবালী বাতাসে... ...

Prelude Music

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

পূবালী বাতাসে

বাদাম দেইখ্যা চাইয়া থাকি...

আমার নি কেউ আসেরে..

বাদাম দেইখ্যা চাইয়া থাকি...

আমার নি কেউ আসেরে...

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

Interlude Music

যেদিন হতে নয়া পানি

আইলো বাড়ির ঘাটে...সখী রে

আইলো বাড়ির ঘাটে...

অভাগিনীর মনে কত...

শত কথা ওঠে রে

অভাগিনীর মনে কত

শত কথা ওঠে রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

Interlude Music

গাঙ্গে দিয়া যায় রে কত

নায় নাইওরির নৌকা...সখী রে

নায় নাইওরির নৌকা

মায়ে ঝিয়ে বইনে বইনে...

হইতেছে যে দেখা রে

মায়ে ঝিয়ে

বইনে বইনে হইতেছে.. যে দেখা রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

Interlude Music

আমারে নিলনা নাইওর

পানি থাকতে তাজা... সখী রে

পানি থাকতে তাজা আমি

দিনের পথ আদলে যাইতাম...

রাস্তা হইত সোজা রে

দিনের পথ আদলে যাইতাম...

রাস্তা হইত সোজা রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

Interlude Music

কতলোকে যায় রে নাইওর

এই না আষাঢ় মাসে...সখী রে

এই না আষাঢ় মাসে

উকিল মুন্সীর হবে নাইওর...

কার্তিক মাসের শেষে রে

উকিলেরই হবে নাইওর

কার্তিক মাসের শেষে রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

পূবালী বাতাসে

বাদাম দেইখ্যা চাইয়া থাকি...

আমার নি কেউ আসেরে..

বাদাম দেইখ্যা চাইয়া থাকি...

আমার নি কেউ আসেরে...

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

আষাঢ়... মাইস্যা ভাসা... পানি রে

সমাপ্ত

Bari Siddiqui의 다른 작품

모두 보기logo

추천 내용