menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-nirob-durvikkho-cover-image

NIROB DURVIKKHO

Bay of Bengalhuatong
🔥𝚳ᗩᕼ𝖨ᖇ⚔️ᵐᵘˢᵉˢ🔥huatong
가사
기록
Song title : NIROB DURVIKKHO

Band : BAY OF BENGAL

Album : Nirob Durvikkho(2016)

ছায়ার আড়ালে অন্য ছায়া

দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়

সময় এখানে থমকে দাঁড়ায়

নিথর মানুষের ক্রন্দনে হায়

বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে

মৃত্যুর মিছিল আসছে ভেসে

কেউ শীতের রাতে ফুটপাতে

আগুন জ্বালে একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে

আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে

MUSIC

জীবন এখানে বড় তুচ্ছ

উড়ছে রঙিন ডানায় দ্রব্যমূল্য

বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে

মৃত্যুর মিছিল আসছে ভেসে

কেউ শীতের রাতে ফুটপাতে

আগুন জ্বালে একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে

আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে

Guitar solo STARTING

Guitar solo MIDDLE

Guitar solo ENDING

কেউ শীতের রাতে ফুটপাতে

আগুন জ্বালে একটু আঁচের আশায়

আর কেউ অভিজাত রেস্টুরেন্টে

মত্ত শিশায়

কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে

শিশু খোঁজে মায়ের শুকনো বুকে

ওপাশ মেতেছে অশ্লীল উৎসবে

আর কেউ ভুগছে নীরব দুর্ভিক্ষে

#নীরব দুর্ভিক্ষ

Bay of Bengal의 다른 작품

모두 보기logo

추천 내용