menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi chara Ei Prithibi

Bristyhuatong
🎶🎧💖✯❀𝕵𝖆𝖞𝖉𝖊𝖊𝖕❀✯💖🎧🎶huatong
가사
기록
(F)তুমি ছাড়া এই পৃথিবী শুন্য মনে হয়

আমার পৃথিবী তুমি ছাড়া আর কেহ নয়

(M)যেদিকে তাকাই শুধু তোমাকে পাই

তোমাকে ছাড়া চাওয়ার আর কিছু নাই

চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(F)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(F)জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা

তোমাকে নিয়ে আমার কত শত আসা

তোমার কাছে গেলে সুখ খুঁজে পাই

চোখের আড়াল হলে যেন মোরে যাই

(M)জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা

তোমাকে নিয়ে আমার কত শত আসা

তোমার কাছে গেলে সুখ খুঁজে পাই

চোখের আড়াল হলে যেন মোরে যাই

(F)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(M)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

------------Music----------

(M)ওহো হো হো হো

হো হো হো..

হো... হো হো হো হো...

(F)জীবনের চেয়ে আর নেই কিছু দামি

সে জীবন তোমাকে দিয়েছি আজ আমি

মরণের পরে যদি কখনো জীবন পাই

সে জনমে তোমাকে চাই শুধু চাই

(M)জীবনের চেয়ে আর নেই কিছু দামি

সে জীবন তোমাকে দিয়েছি আজ আমি

মরণের পরে যদি কখনো জীবন পাই

সে জনমে তোমাকে চাই শুধু চাই

(F)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(M)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(F)তুমি ছাড়া এই পৃথিবী শুন্য মনে হয়

আমার পৃথিবী তুমি ছাড়া আর কেহ নয়

(M)যেদিকে তাকাই শুধু তোমাকে পাই

তোমাকে ছাড়া চাওয়ার আর কিছু নাই

চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

(F)চাই শুধু চাই আমি তোমাকে যে চাই

এ জীবনে চাওয়ার আর কিছু নাই

Bristy의 다른 작품

모두 보기logo

추천 내용

Tumi chara Ei Prithibi - Bristy - 가사 & 커버