menu-iconlogo
huatong
huatong
avatar

বিউটিফুল বিউটিফুল-ইমাম টিআরএন

By IMAM 'TRN'huatong
✿⑅⃝💠IMAM💠🅣︎🅡︎🅝︎࿐huatong
가사
기록
ছেলে: বিউটিফুল বিউটিফুল

যেন গোলাপ ফুল

তোমাকে দেখেই মনটা যে ব্যাকুল

বিউটিফুল বিউটিফুল

যেন গোলাপ ফুল

তোমাকে দেখেই মনটা যে ব্যাকুল...

ও প্রিয়া আই লাভ ইউ

দিয়েছি পিছে কিউ

খোলনা খোলনা মনেরই কপাট...

মাই ডিয়ার মাই ডিয়ার সুইট হার্ট

দেখনা আমি যে ফিটফাট

মাই ডিয়ার মাই ডিয়ার সুইট হার্ট

দেখনা আমি যে ফিটফাট

:

আপলোড বাই ‘ইমাম’ টিআরএন

:

মেয়ে: পাগল যতই হও

মিষ্টি কথা কও

আমি তবুও পাগল হবো না..

ছেলে: কেন দূরে যাও একটু ফিরে চাও

আমি যে প্রেমিক তোমার দিওয়ানা...

মেয়ে: দোহাই লাগে দোহাই লাগে ছাড়ো না পিছু

ভয়ে মরি লাজে মরি বোঝনা কিছু..

ছেলে: দেখে দেখে চমক লাগে আমারই চোখে

ভালোবাসা দেবো আরো এসো এই বুকেই

মেয়ে: নটি বয় নটি বয় গেট লস্ট

করো না এতো বকবক

হো নটি বয় নটি বয় গেট লস্ট

করো না এতো বকবক

:

আপলোড বাই ‘ইমাম’ টিআরএন

:

ছেলে: প্রেম মধুময়

বলে এ হৃদয়

তুমি সে কথা কেন বোঝনা..

মেয়ে: শুনি লোকে কয়

প্রেমযে ভালো নয়

আছে যে জ্বালা আছে যন্ত্রনা..

ছেলে: কসম লাগে কসম লাগে মিথ্যে বলি না

আমি হলাম খাঁটি সোনা যাচাই করো না

মেয়ে: তোমার সাথে আমার কোন সন্ধি হবে না

আমি চলি আমার পথে কারো ধার ধারি না..

ছেলে: মাই ডিয়ার মাই ডিয়ার সুইট হার্ট

দেখনা আমি যে ফিটফাট

মাই ডিয়ার মাই ডিয়ার সুইট হার্ট

দেখনা আমি যে ফিটফাট

By IMAM 'TRN'의 다른 작품

모두 보기logo

추천 내용