menu-iconlogo
huatong
huatong
avatar

বকুল ফুল বকুল ফুল

Chanchal Chowdhuryhuatong
findpeace1huatong
가사
기록
বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

শালুক ফুলের লাজ নাই ,

রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে ।

যার সঙ্গে যার ভালোবাসা,

যার সঙ্গে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো ।

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

মর্ডান সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে ।

শাওন ও ভাদ্রর মাসে,

জামাই আদর করে লো জামাই আদর করে ।

ইচ্ছে জামাই করবো আদর,

ইচ্ছে জামাই করবো আদর,

দানাতো নাই ঘরে লো ।

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

মর্ডান সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

আমার জামাই ধান বায়,

হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে ।

আমার জামাই ধান বায়,

হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে ।

সোনা দেহে ঘাম ঝরে ,

সোনা দেহে ঘাম ঝরে ,

দুঃখে পরান ফাটে লো !

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

বকুল ফুল, বকুল ফুল

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ?

Chanchal Chowdhury의 다른 작품

모두 보기logo

추천 내용

বকুল ফুল বকুল ফুল - Chanchal Chowdhury - 가사 & 커버