menu-iconlogo
logo

Kirton khola nodi amar কীর্তনখোলা নদী আমার

logo
avatar
Chimelogo
🌴🌴shydurrahman🌴🌴logo
앱에서 노래 부르기
가사
কীর্তনখোলা নদী আমার-----

কীর্তনখোলা নদী রে আমার

এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি

এই নদীতে আমার মায়ে কলসিতে নিছে পানি

আমার দিদি মায়ে আইস্যা প্রতিদিন ভোরে

থাল বাডি ধুইয়া গ্যাছে এই নদীর কিনারে

এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি

এই নদীতে আমার মায়ে কলসিতে নিছে পানি

আমার দিদি মায়ে আইস্যা প্রতিদিন ভোরে

থাল বাডি ধুইয়া গ্যাছে এই নদীর কিনারে

দশ বছর পর বিদেশ গোনে---

ফিরা আইসা দেহি

হগলি বদলাইয়া গেছে

নদী আমার যেমন ছিলো তেমনই আছে

ও নদী, তেমনই আছে

কীর্তনখোলা নদী রে আমার

পাটশলা পলাইয়া গিয়া নদীর তীরে

খেওয়া পার হইয়া গেছি কউয়ার চরে

আদমালী হাজী মিয়ার ইটেরও খোলাতে

চড়ুই ভাতি করছি মোরা গুরাগারাতে

পাটশলা পলাইয়া গিয়া নদীর তীরে

খেওয়া পার হইয়া গেছি কউয়ার চরে

আদমালী হাজী মিয়ার ইটেরও খোলাতে

চড়ুই ভাতি করছি মোরা গুরাগারাতে

আজ ইটের খোলা তেমন আছে

সাথীরা কোথায়?

হগলি বদলাইয়া গেছে

নদী আমার যেমন ছিলো তেমনই আছে

ও নদী, তেমনই আছে

কীর্তনখোলা নদী রে আমার

কীর্তনখোলা নদী আমার

কীর্তনখোলা নদী আমার

কীর্তনখোলা নদী আমার

কীর্তনখোলা নদী আমার

Kirton khola nodi amar কীর্তনখোলা নদী আমার - Chime - 가사 & 커버