menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-nitti-nitti-udoy-re-surjo-cover-image

Nitti Nitti Udoy Re Surjo

Ferdous Arahuatong
ohmydaddyhuatong
가사
기록
নিত্তি নিত্তি উদয় রে সূর্য

পুবালি আকাশে

আজ কেন উদয় গো সূর্য

এইনা নদীর ঘাটে রে

প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে

ঘুরতে ঘুরতে আইলাম রে কন্যা

এই না পথও দিয়া •

রুপ দেখিয়া হইলাম পাগল

তোমারও লাগিয়া রে,

প্রাণ জুড়াইছে তোমাই দেইখা রে

কোন গেরামে থাক গো কন্যা

কোথায় তোমার ঘর •

কিবা নামটি মাতা পিতার

কিবা নাম তোমারও রে

মন ভইরাছে তোমায় দেইখারে

বংশীগঞ্জে থাকি আমি

মেরুর চড়ে গড় •

পিতার নামটি অজগর মাষ্টার

আমার নাম খাইরুনও রে •

মন ভইরাছে তোমায় দেইখা রে

কোন গেরামে থাকো নাগর

কোথায় তোমার ঘর •

কিবা নামটি মাতা পিতার

কিবা নাম তোমারও রে •

মন ভইরাছে তোমায় দেইখা রে

প্লিজ! কেহ কপি করবেন না!

দেওয়ান গঞ্জে থাকি আমি

বর খালিতে ঘর •

পিতার নামটি আজিজ বেপারি

আমার নাম ফজলও রে •

প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে

তুমি তো সুন্দরী কন্যা

সুন্দর তোমার হিয়া •

এমন ও সুন্দরী পাইলে

আমি করতাম বিয়া রে •

প্রাণ জুড়াইছে তোমায় দেইখা রে

কি কথা শুনাইলা নাগর

পাগলও বানাইলা •

বিয়া যদি ইচ্ছা থাকে

ঘটক দাও পাঠাইয়া রে •

মন ভইরাছে তোমায় দেইখা রে

ওরে মন ভইরাছে তোমায় দেইখা রে

প্লিজ! কেহ কপি করবেন না

গানটি সেভ করার পর দয়াকরে

লাইক দিয়ে সঙ্গে থাকুন আরো

অনেক সুন্দর সুন্দর গান পেতে

সবাই ভালো থাকন সুস্থ থাকুন

গানটি সেভ করার পর লাইক দিন।

Ferdous Ara의 다른 작품

모두 보기logo

추천 내용