menu-iconlogo
huatong
huatong
gogon-sakib--cover-image

তুমি তো তোমার মতো

Gogon Sakibhuatong
shumekab2000huatong
가사
기록
তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

যদি তুমি জাবেই চলে,

তবে কেনো এসেছিলে

কেনো তুমি এই ছেলে টাকে,

বাবু বলে ডেকেছিলে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তোমার আজ রাগ ভাঙা বে কে,

কানামাছি খেলবে কার সাথে

হঠাতই লুকিয়ে এসে

চোখ দুটো ধরবে তোমার কে

তোমার আজ রাগ ভাঙা বে কে,

কানামাছি খেলবে কার সাথে

হঠাতই লুকিয়ে এসে

চোখ দুটো ধরবে তোমার কে

যাকে আজ পড়ছে এই মনে,

সেও কি হাসাতে জানে

তোমার ঐ চুল সরিয়ে সে,

বাসে ভালো আলতো পরোশে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তোমায় আজ গান শোনাবে কে

গিটারে ধুলো জমেছে

বাবুটাও যাবে হারিয়ে,

সে তো আর আসবে না ফিরে

তোমায় আজ গান শোনাবে কে,

গিটারে ধুলো জমেছে

বাবুটাও যাবে হারিয়ে,

সে তো আর আসবে না ফিরে

বাবু আর আসবে না ফিরে,

প্রেমিকা তোমারই ডোর এ

আখিরাতে খুঁজবে তোমায় সে

হাজারো বাইনারি ভিড়ে

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

তুমি তো তোমার মত হায়,

হারিয়ে গেছো অজানায়

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

বাবুটা কাদত রাতে রোজ,

তুমি কি নিয়েছিলে খোজ

Gogon Sakib의 다른 작품

모두 보기logo

추천 내용