menu-iconlogo
huatong
huatong
avatar

Aar chahina janam uploded by Akash iman

Gosthogopal Dashuatong
নীলকণ্ঠ✨✨✨huatong
가사
기록
আর চাহিনা জনম আর চাহিনা মরণ

তোমার চরণ তলে রেখে দাও ।

তোমামারণ চরণ তলে রেখে দাও

আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি

আঁখির পলকে প্রভু ফিরে চাও

তোমার চরণ তলে রেখে দাও

আমারি চাওয়া টাই তোমারি দেয়া

আমার এই নশ্বর দেহে একটু হাওয়া

দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া

দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া

ই ভুল চির তরে ভেঙে দাও

তোমার চরণ তলে রেখে দাও

পৃথিবীর মাঝে কত নতুন স্বপন

মানুষের কারাগার তেমনি ভীষণ

ভবাপাগলার শুধু এই নিবেদন

ভবাপাগলার শুধু এই নিবেদন

মায়ার কঠিন বাঁধন কেটে দাও

তোমার চরণ তলে রেখে দাও

আর চাহিনা জনম আর চাহিনা মরণ

তোমার চরণ তলে রেখে দাও

তোমার চরণ তলে রেখে দাও

Gosthogopal Das의 다른 작품

모두 보기logo

추천 내용