menu-iconlogo
huatong
huatong
goutam-singh-purulia-nunu-ghuma-ghuma-re-purulia-song-by-shishupal-sahis-cover-image

নুনু ঘুমা, ঘুমা রে || Nunu Ghuma Ghuma Re Purulia Song by Shishupal Sahis

Goutam Singh Puruliahuatong
GoutamSinghPuruliahuatong
가사
기록
Song: নুনু ঘুমা, ঘুমা রে

Singer: Sisupal Sahis

ও নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

ও নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

কার সঙ্গে যে কিসের মিটিং ?

ঐ যে কার সঙ্গে যে কিসের মিটিং ?

সারাদিনটা ধরে…

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

ও নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

~~~Music~~~

Follow me on Facebook

goutaminghpurulia

হামার ছেল্যা সামলা হল্যো দায়…

আর ছায়ের মায়ের… চিন্তা নাই…

হামার ছেল্যা সামলা হল্যো দায়…

আর ছায়ের মায়ের… চিন্তা নাই…

ঐ যে ঘরকে ঢুকে বেলা ডুবার পরে…

ও নুনু ঘরকে ঢুকে বেলা ডুবার পরে…

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

ও নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

~~~Music~~~

Follow me on Instagram

goutamsinghpurulia

চৈখে চশমা হাতে ঘড়ি…

আর ঝকঝক্যা ইস্কুটি গাড়ি…

ঐ যে চৈখে চশমা হাতে ঘড়ি…

আর ঝকঝক্যা ইস্কুটি গাড়ি…

চুলকে উড়াছে শ্যাম্পু করে…

ও নুনু চুলকে উড়াছে শ্যাম্পু করে…

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

ও নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

~~~Music~~~

Follow me on Twitter

goutamsinghprl

কপাল গুনে বহু জুটে…

এই কথা-টা সত্যি বঠে…

এই কপাল গুনে বহু জুটে…

আর এই কথা-টা সত্যি বঠে…

হারাধন বিহাটা করে,

পড়ে গেছে ফেরে,

হারাধন বিহাটা করে,

পড়ে গেছে ফেরে,

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

কার সঙ্গে যে কিসের মিটিং ?

ঐ যে কার সঙ্গে যে কিসের মিটিং ?

সারাদিনটা ধরে…

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

নুনু ঘুমা, ঘুমা রে, তর মাইঞ ত

গেলছ্যে বাজার ধারে।

~~~ Thank you ~~~

Goutam Singh Purulia의 다른 작품

모두 보기logo

추천 내용