Song: এ টিকলি, টিকলি রে
Singer: Kundan & Kanika
M-এ টিকলি, টিকলি রে
তর লাল টিকলি জীবন নিয়ে লিছে রে
এ টিকলি, টিকলি রে
তর লাল টিকলি জীবন নিয়ে লিছে রে
হয়ে গেলি যে ফি-দা……
বুকের ভিতর বাজছে শুধু প্রেম বাজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
F- ফাঁকা কলসি আওয়াজ বেশি করে রে…
পাবি রে শালু-ক সিজা….
হামকে পাওয়া কি আর এতই সোজা…
যারে তুই যারে নিজের রাস্তা দেখ যা
হামাকে পাওয়া কি আর এতই সোজা…
যারে তুই যারে নিজের রাস্তা দেখ যা
~~~Music~~~
Follow me on Facebook & Instagram
goutamsinghpurulia
M- মাইরি বলছি লাগছে হেবি অঢ়ল পিঁধন শাড়ি
পরান কাঢ়ে লিছে তোর আলতা পরা এড়ি
F- লাল টিকলি দমে চঁহট, কপালে হামার ছলকে
আই লাইনার চলাই লিলে চোখের কাজল চমকে
M- খোঁপার ফুল, রেশমি চুলে, লাগাস রজনীগন্ধা
তর এই কথা বসে বসে ভাবি সকাল সন্ধ্যা
F- পাঁচ আঙুলে পাঁচটা রঙের লাগাই লে নেল পালিশ
আমার পেছু করলে থানায় করে দিব নালিশ
M- চল রেস্টুরেন্টে খাওয়াই দিব বার্গার পিজ্জা
বুকের ভিতর বাজছে শুধু প্রেমের বাজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
~~~Music~~~
Follow me on Twitter
goutamsinghprl
F- বললে হবেক, খরচা আছে, তুই বুঝবিস কি
ত-র মতন, কতো ছেল্যাকে, রিজেক্ট করেছি
M- আড়ে আড়ে, ভালিস তুহ, আমি সবই জানি
তুই রে সোনা, রাজি হলে, বনাবো রাজ রানী
F- জানিস কতো পয়সা লাগে রূপের মেন্টেনেন্স
দুই দিনে ফুরাই যাবেক তর ব্যাঙ্ক ব্যালেন্স
M- তকে পাওয়ার লাগ্যে জীবন রাখ্যে দিব বাজি
মিঞা বিবি হলে রাজি, করবেক কি কাজি
F- বেশি ফেচের ফেচের করলে
ও তোর পাবি তুই সাজা
M- বুকের ভিতর বাজছে শুধু প্রেমের বাজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
গিজা গিজা
গিজা গিজা গিজ্জা গিজা, গিজা গিজা
~~~ Thank you ~~~