menu-iconlogo
huatong
huatong
avatar

লাজে রাঙা (Laje Ranga)

Harendra Murmu/Ankita Bhattacharyya/Ishan Mitrahuatong
Harendraᱢᱩᱨᱢᱩ✿🇷𝖆𝖍𝖆✿༻huatong
가사
기록

[F] হাই হিলস স্নিকার্স পরা নুপুর বাঁধা পায়

জিন্স টপ পরে কন্যা ছাদনাতলায় যায়

দেশি বিট এ ছম ছমা ছম ঠুমক ঠুমক চাল

কন্যা কাজল চোখের ইশারায়

বাজে ঢোল সানাই বাজে অঙ্গে ওঠে ঢেউ

ঘরে এলো ফ্যাশন কুইন লাল টুক টুক বৌ

ব্যাকসিটে সেলফি নিয়ে বাড়ছে ফলোয়ার

কন্যা শরমে মুখ ঢেকে যায়

গলে যায় বাটার সাটার পিছলে পড়ে চাঁদ

যেই দেখে ঝটকা লাগে এমন রূপের ফাঁদ

তাকালেই খালি চোখে ঝলসে ওঠে চোখ

দিন রাত বরবাদ হয়ে যায়

লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এই রাতে

আজ মালাবদল হবে এরাতে

[M] লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এ রাতে

আজ মালাবদল হবে এরাতে

লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এ রাতে

আজ মালাবদল হবে এরাতে

এ উথলে ওঠে যৌবন তার ছলকে পড়ে প্রেম

[F] বান্ধবীদের মাঝে কন্যা কাঁপায় ফটো ফ্রেম

[M] দুরু দুরু বুকে কন্যা ডেটিং-সেটিং যায়

[F] লাজুক লাজুক মুচকি হাঁসি আড় চোখেতে চায়

[M] গলে যায় বাটার সাটার পিছলে পড়ে চাঁদ

যেই দেখে ঝটকা লাগে এমন রূপের ফাঁদ

তাকালেই খালি চোখে ঝলসে ওঠে চোখ

দিন রাত বরবাদ হয়ে যায়

[FM] লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এ রাতে

আজ মালাবদল হবে এরাতে

লাজে রাঙা হল কনে বৌ গো

মালাবদল হবে এ রাতে

আজ মালাবদল হবে এরাতে

Harendra Murmu/Ankita Bhattacharyya/Ishan Mitra의 다른 작품

모두 보기logo

추천 내용