ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
তোর এক কথায়
আমি রাখবো হাজার বাজি
তোর ঈশারায়
আমি মরে যেতেও রাজি
তোর এক কথায়
আমি রাখবো হাজার বাজি
তোর ঈশারায়
আমি মরে যেতেও রাজি
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো টিপ পরবে চোখে
ফুটবে যখন ফুল বকুল সাখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে বাতাসে বাসি বাসে না
চলোনা আজ এ রুপ কথা
তোমাকে শুনায়
তোকে জানাতে জানাতে চাই
আমি বেচেছি ভালোবাসায়
মনের কোনে আপন মনে
ঠিকানা বানাতে চাই
আওয়ারা আওয়ারা দিল
আওয়ারা রে
আওয়ারা আওয়ারা দিল
আওয়ারা রে
আওয়ারা আওয়ারা দিল
আওয়ারা রে
আওয়ারা আওয়ারা দিল
আওয়ারা রে
বাকিটা সময় যেনো মরন আমার
হৃদয় জুড়ে নামে অথই আধার
বাকিটা সময় যেনো মরন আমার
হৃদয় জুড়ে নামে অথই আধার
আমি তোর আয়না হবো আজ
তুই শুধু ইচ্ছে মতো সাজ
আমি তোর আয়না হবো আজ
তুই শুধু ইচ্ছে মতো সাজ
রৌদ্রুরে যাই উড়ে মন জাহাজ
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি
বাজে কিনকিনি রিনিঝিনি
তোমারে যে চিনিচিনি
মনে মনে কতো ছবি এঁকেছি
আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি