menu-iconlogo
huatong
huatong
hemanta-mukherjee-jakhan-daaklo-bansh-cover-image

Jakhan Daaklo Bansh

Hemanta Mukherjee huatong
bourgoinkolbhuatong
가사
기록
যখন ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

যখন ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

জ্বলে পুড়ে মরল রাঁধা

জ্বলে পুড়ে মরল রাঁধা যৌবন জ্বালায়..

ডাকল বাঁশি যখন রাঁধা যাবেই যমুনায়

যখন ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া..

উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া

ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া

তখন করতে শীতল, মনকে ওরে

কিছুই পাবি না..জ্বলে পুড়ে মরল রাঁধা

জ্বলে পুড়ে মরল রাঁধা যৌবন জ্বালায়

ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

যখন ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

ও বাঁশি যদি ডাকে

ঘোমটা মাথায় থাকে না থাকে না পথ চলিতে

ও বাঁশি যদি ডাকে

আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে

ও বাঁশি যদি ডাকে

নদীতে জল নাইরে তবু ছল ভরে কলসে

নদীতে জল নাইরে তবু ছল ভরে কলসে

কলঙ্কিনী যখন তখন খেঁয়া ঘাটে আসে

তারে পারের কড়ি দিবি তারে পাওয়াই গেল না

জ্বলে পুড়ে মরল রাঁধা

জ্বলে পুড়ে মরল রাঁধা যৌবন জ্বালায়

ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

যখন ডাকল বাঁশি তখন রাঁধা যাবেই যমুনায়

Hemanta Mukherjee 의 다른 작품

모두 보기logo

추천 내용