menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi amar Jibon (তুমি অামার জীবন)

Imran/konalhuatong
🎤singer_tarekul🇧🇩huatong
가사
기록
Tarekul studio

Presents

ভালোবাসার মানুষ তুমি

এমনই একজন,

মিশে গেছে জারি সাথে

আমার হৃদয় মন।

ভালোবাসার মানুষ তুমি

এমনই একজন,

মিশে গেছে জারি সাথে

আমার হৃদয় মন।

অন্তর আমার তাই বারেবার

বলছে সারাক্ষন..

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন ..

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন ..

Fb Tarekul islam

চাইলেও তোমাকে পারবোনা সরাতে

তুমি-হীন আমি অপূর্ণ,

ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে

এ হৃদয় হতো প্রেম শূন্য।

চাইলেও তোমাকে পারবোনা সরাতে

তুমি-হীন আমি অপূর্ণ,

ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে

এ হৃদয় হতো প্রেম শূন্য।

অন্তর আমার তাই বারেবার

বলছে সারাক্ষন ..

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন..

Subscribe please

My channel

তোমাকেই জেনেছি আমার এ পৃথিবী

তুমি সুখ তুমি আনন্দ,

কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই

নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ।

তোমাকেই জেনেছি আমার এ পৃথিবী

তুমি সুখ তুমি আনন্দ,

কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই

নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ।

অন্তর আমার তাই বারেবার

বলছে সারাক্ষন ...

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন। ..

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন। ..

লা...লা....লা..

তুমি আমার জীবন,

আমি তোমার জীবন। ..

Imran/konal의 다른 작품

모두 보기logo

추천 내용

Tumi amar Jibon (তুমি অামার জীবন) - Imran/konal - 가사 & 커버