menu-iconlogo
huatong
huatong
avatar

এলো মেলো ইচ্ছে যত,Elo Melo Icche Joto

Imran Khanhuatong
odettalovesyouhuatong
가사
기록
মিউজিকটা কপি করবেন না

এলো মেলো ইচ্ছে যত,

ভালোবেসেছি তারিই মত।

ডুবে আছি আজো তোরি প্রেমে,

জীবন সপে পেয়েছি তোরি নামে।

একিই সাথে পথও চলা,

কত কথা ছিলো বলা।

সবই যেনো আজ শুধু সৃতি হলো,

যানিনা একন রাত এলো

জলছে হৃদয় উড়ছে সময়

তুই কেনো থাকিস কেন বল তবু দুরে,

সবই ভুলে আয়না চলে

বাঁধবো প্রেমিরী বাহুডোরে

এলো মেলো ইচ্ছে যত,

ভালোবেসেছি তারাই মত।

ডুবে আছি আজো তোরি প্রেমে,

জীবন সপে পেয়েছি তোরি নামে

Music

একা একা বেচে থাকা,

তোকে ছাড়া চলেনা জীবন।

লাগে জেনো সবই ফাকা,

বুকের ভিতর একি দহন।

চেনা চেনা একি পথে,

তোরি আশায় এখনো বসে।

পাশাপাশি হাটবো সাথে,

আবারো খুব ভালোবেসে,

জলসে হৃদয় উড়ঠে সময়

তুই থাকিস কেন বল তবু দুরে

সবই ভুলে আয়না চলে

বাধবো প্রেমেরী বাহুডোরে

এলো মেলো ইচ্ছে যতো

ভালোবেসেছি তারি মতো

ডুবে আছি আজো তোরি প্রেমে

জীবন সুপে পেয়েছি তোরি নামে

Music

কপি করা থেকে বিরত থাকি

সুন্দর স্মুল পরিবেশ গড়ি

মনে মনে খুজে ফিরি

ভালোবাসি তোকে যে ভিশন

কত বাধা দিলে পাড়ি

বলনা হবো তোরি আপন

যতো ভাবি ভুলে যাব

তত বেসি যোনে পড়ে মনে

ভালো কেমন বাসি আমি

শুধু আমার এই প্রাণ যানে

জলসে হৃদয় উড়ছে সময়

তুই কেনো থাকিস বল তবু দুরে

সবই ভুলে আয়না...চলে

বাধবো প্রেমেরী বাহদুরে

এলো মেলে ইচ্ছে যতো

ভালোবেসেছি তারি মতো

ডুবে আছি আজো তোরি প্রেমে

জীবন সুপে পেয়েছি তোরি নামে

ধন্যবাদ

Imran Khan의 다른 작품

모두 보기logo

추천 내용

এলো মেলো ইচ্ছে যত,Elo Melo Icche Joto - Imran Khan - 가사 & 커버