menu-iconlogo
huatong
huatong
avatar

Mon boleche -Imran and Kona

Imran Mahmudul/AR.Rumihuatong
রঙধনুর,রাজ্যhuatong
가사
기록
গানঃ মন বলেছে তোর সাথে যাবো

শিল্পীঃ ইমরান মাহমুদুল এবং কণা

🌷🌷🌷🌷A.R❤️Rumi❤️🌷🌷🌷🌷

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌷🌷🌷🌷BDS❤️Family❤️🌷🌷🌷

🙎‍♂️ছেলেঃ মন বলেছে তোর সাথে যাবো ,

তোকে নিয়ে চল আজকে হারাবো...

মন বলেছে তোর সাথে যাবো ,

তোকে নিয়ে চল আজকে হারাবো ....

সোহাগের হাওয়ায় , মেঘেদের ডানায় ,

এই মন বেখেয়ালে, অন্তরালে,

স্বপ্ন রেখে যায়...

জোনাকির গানে, আদরের টানে ,

এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে,

ঐ সুখী তাঁরায় ...

মন বলেছে তোর সাথে যাবো

তোকে নিয়ে চল আজকে হারাবো .....

উম....উম..ও......ও.....।

🌷🌷🌷🌷A.R❤️Rumi❤️🌷🌷🌷🌷

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌷🌷🌷🌷BDS❤️Family❤️🌷🌷🌷

🙎‍♀️মেয়েঃ রাত পাখিরা ... ঘুমপরীরা...

ভোরের বাতাসে, ফিরে ফিরে আসে ...

🙎‍♂️ছেলেঃ তোর শরীরে, মন গভীরে ,

ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে ...

সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় ...

এই মন বেখেয়ালে, অন্তরালে,

স্বপ্ন রেখে যায় ...

🙎‍♀️মেয়েঃ জোনাকির গানে, আদরের টানে ,

এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আকে

ঐ সুখী তাঁরায়....

🙎‍♀️🙎‍♂️উভয়ঃ মন বলেছে তোর সাথে যাবো

তোকে নিয়ে চল আজকে হারাবো ... হম .....ও........।

🌷🌷🌷🌷A.R❤️Rumi❤️🌷🌷🌷🌷

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌷🌷🌷🌷BDS❤️Family❤️🌷🌷🌷

Imran Mahmudul/AR.Rumi의 다른 작품

모두 보기logo

추천 내용

Mon boleche -Imran and Kona - Imran Mahmudul/AR.Rumi - 가사 & 커버