কি করে বল,তোকে বোঝায়
হৃদয় জুড়ে তুই, শুধু একাই
দু’টি চোখে তোরই
ছবি ভাসে দিবানিশি
তোকে অনেক ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি।
কি করে বল,তোকে বোঝায়
হৃদয় জুড়ে তুই, শুধু একাই
দু’টি চোখে তোরই
ছবি ভাসে দিবানিশি
তোকে অনেক ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি।
চাইনা তো আর অন্য কিছু
পেয়ে গেছি তোকে আজ
নেইতো আমি আমার মাঝে
ভুলেছি রে যতো কাজ
চাইনা তো আর অন্য কিছু
পেয়ে গেছি তোকে আজ
নেইতো আমি আমার মাঝে
ভুলেছি রে যতো কাজ
তোকে ঘিরে স্বপ্ন ,সাজায় আমি বারোমাসি
তোকে অনেক ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি।
ছাড়বো না আর কোনদিন ও
ধরেছি এই দু’টি হাত
পারবো না আর থাকতে একা
আসে যদি কালো রাত।
ছাড়বো না আর কোনদিন ও
ধরেছি এই দু’টি হাত
পারবো না আর থাকতে একা
আসে যদি কালো রাত।
দূরে গিয়ে আবার,তাইতো ফিরে ফিরে আসি।
তোকে অনেক ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি।
কি করে বল,তোকে বোঝায়
হৃদয় জুড়ে তুই, শুধু একাই
দু’টি চোখে তোরই
ছবি ভাসে দিবানিশি
তোকে অনেক ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি
বড় বেশি ভালোবাসি
তোকে অনেক ভালোবাসি।