menu-iconlogo
huatong
huatong
avatar

মনে মনে করলিরে ভাব

Jahid Vaihuatong
ssbrinkleyhuatong
가사
기록
আমার সখের মানুষ হারাইয়া গেলো ওরে ও

সখের মানুষ হারাইয়া গেলো ওরে ও

ও সে কার মায়াতে পড়িয়া গেলোরে সে চলিয়া

তুইতো বড় শখের মানুষ কেমনে গেলি ছাড়িয়া

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা!

মনে মনে করলিরে ভাব

তোর মনে নাই আমার অভাব

তুই কেমনে বুঝবি সেই

আমার আর্তনাদ

তুই কেমনে বুঝবি সেই

আমার আর্তনাদ!

মনে মনে করলিরে ভাব

তোর মনে নাই আমার অভাব

তুই কেমনে বুঝবি সেই

আমার আর্তনাদ

তুই কেমনে বুঝবি সেই

আমার আর্তনাদ!

নতুন মানুষ নতুন জীবন থাকনারে তুই সুখে

নষ্ট কইরা দিলিরে তুই

আমার জীবন টারে

ও আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা!

আমার মনে বাসা বাইন্ধা

চইলা গেলি কারে নিয়া

সার্থপর হইলিরে তুই কার মায়ায় পইড়া

সার্থপর হইলি রে তুই কার মায়ায় পইড়া!

আপন মানুষ চিনলি না হইয়া গেলি কার

বিনা দোষে করলি দোষি করলি অপমান

আমি না বুঝিয়া ভুল করিলাম

তোরে ভালো বেসে

দিনের পরে দিন আমায় করলিরে তুই ব্যবহার

সুখে থাক তুই ভুলে এই আমাকে কাদিয়ে

তুই ও একদিন কাদবি বেঈমান কোনো গভীর রাতে

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা!

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা

আর হবেনা আর হবেনা তোরই সাথে কথা

চিরো দিনো বন্ধ হইছে আমার মনের দরজা!

Jahid Vai의 다른 작품

모두 보기logo

추천 내용