menu-iconlogo
huatong
huatong
jeetakriti-kakardev-negi-dhak-baaja-komor-nacha-cover-image

Dhak Baaja Komor Nacha

Jeet/Akriti Kakar/Dev Negihuatong
poisin_munkee_2003huatong
가사
기록
ঠাকুর থাকবে কতক্ষণ

ঠাকুর যাবে বিসর্জন

ঠাকুর থাকবে কতক্ষণ

ঠাকুর যাবে বিসর্জন

মনে সুর ঢ্যাং কুরাকুর

খুশির মেজাজ

এবারে জমবে দেখো

ভাসানেরই নাচ

মনে সুর ঢ্যাং কুরাকুর

খুশির মেজাজ

এবারে জমবে দেখো

ভাসানেরই নাচ

বরণডালা, যাবার পালা

যেও না চলে, মা, থাকো কিছুক্ষণ

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

বিদায় বেলা হোক সিঁদুর খেলা

মাগো, সবার চোখ হয় যে ছলছল

আলতা রাঙা পায়, অপার মহিমায়

মাগো, তোমার রূপ করে যে ঝলমল

আলোর ভুবন, মায়ার জীবন

আরে, আলোর ভুবন, মায়ার জীবন

তোমারই পায়ে যে করেছি সমর্পণ

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

এলো খুশির হাওয়া তোমার চরণ ছোঁয়া

মনের সুখেই নাচি ধুনুচি নাচ

কাঁসর ঘন্টার তালে সবার কোমর দোলে

মাতালো ভুবন ঢাকের আওয়াজ

এসো মা ঘরে বছর পরে

এসো মা ঘরে বছর পরে

তোমারই আশায় থাকবো সারাক্ষণ

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন

যাবে মা, যাবে বিসর্জন

যাবে মা, যাবে বিসর্জন

Jeet/Akriti Kakar/Dev Negi의 다른 작품

모두 보기logo

추천 내용